
ক্রীড়া প্রতিবেদক

আকাশ মেঘাচ্ছন্ন। রোদের দেখা নেই। গুমোট পরিবেশ। জ্বলছে ফ্লাডলাইট। মানে পেসাররা যেমনটা চান আর কী! সিলেটের এমন পরিবেশে নাহিদ রানা বুঝিয়ে দিলেন তিনি ‘মেশিনের চেয়ে ভালো’।
দ্বিতীয় দিনের শুরুতে জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান বেনেটকে আউট করার পর লাঞ্চের আগে আগে ফিরিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনকে। নাহিদ তিনটি উইকেটই পেয়েছেন শর্ট বলে।.
দলীয় ৬৯ রানে নাহিদের বাউন্সারে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন কারেন। যে ক্যাচে রেকর্ড গড়েছেন মুমিনুলও। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৪১ টি ক্যাচ ধরার রেকর্ড এখন এই বাঁহাতির।
এরপর নাহিদ ফেরান ফিফটি করা ওপেনার ব্রায়ান বেনেটকে। দারুণ কিছু শট খেলে হয়তো অতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন বেনেট। নাহিদের করা পঞ্চম স্টাস্পের শর্ট বলে স্কয়ার কাট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। নাহিদ রানার সঙ্গে উইকেটের কলামে নাম লেখান আরেক পেসার হাসান মাহমুদও। তিন নম্বরে ব্যাটিংয়ে আসা নিকোলাস ওয়েলচকে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেছেন হাসান।
৮৮ রানে ৩ উইকেট হারানোর পর আরভিন ও শন উইলিয়ামস প্রতিরোধ গড়ে তোলেন। গড়েন ৪১ রানের জুটি। এই জুটি ভাঙতে অধিনায়ক নাজমুল লাঞ্চের মিনিট বিশেক আগে আবার বোলিংয়ে আনেন নাহিদ রানাকে। এই স্পেলের দ্বিতীয় ওভারে ব্যাক অফ লেংথের বলে জাকের আলীর হাতে ক্যাচ দেন আরভিন। শুরুতে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন নাজমুল। সফলও হন।
নাহিদের লড়াইটা এখনো যদিও শেষ হওয়ার কথা নয়। যিনি ম্যাচের আগে নাহিদের সঙ্গে বোলিং মেশিনের তুলনা দিয়ে খোঁচা দিয়েছেন, সেই উইলিয়ামস এখনো ক্রিজে। ব্যাটিং করছেন ৩৩ রান নিয়ে।

আকাশ মেঘাচ্ছন্ন। রোদের দেখা নেই। গুমোট পরিবেশ। জ্বলছে ফ্লাডলাইট। মানে পেসাররা যেমনটা চান আর কী! সিলেটের এমন পরিবেশে নাহিদ রানা বুঝিয়ে দিলেন তিনি ‘মেশিনের চেয়ে ভালো’।
দ্বিতীয় দিনের শুরুতে জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান বেনেটকে আউট করার পর লাঞ্চের আগে আগে ফিরিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনকে। নাহিদ তিনটি উইকেটই পেয়েছেন শর্ট বলে।.
দলীয় ৬৯ রানে নাহিদের বাউন্সারে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন কারেন। যে ক্যাচে রেকর্ড গড়েছেন মুমিনুলও। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৪১ টি ক্যাচ ধরার রেকর্ড এখন এই বাঁহাতির।
এরপর নাহিদ ফেরান ফিফটি করা ওপেনার ব্রায়ান বেনেটকে। দারুণ কিছু শট খেলে হয়তো অতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন বেনেট। নাহিদের করা পঞ্চম স্টাস্পের শর্ট বলে স্কয়ার কাট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। নাহিদ রানার সঙ্গে উইকেটের কলামে নাম লেখান আরেক পেসার হাসান মাহমুদও। তিন নম্বরে ব্যাটিংয়ে আসা নিকোলাস ওয়েলচকে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেছেন হাসান।
৮৮ রানে ৩ উইকেট হারানোর পর আরভিন ও শন উইলিয়ামস প্রতিরোধ গড়ে তোলেন। গড়েন ৪১ রানের জুটি। এই জুটি ভাঙতে অধিনায়ক নাজমুল লাঞ্চের মিনিট বিশেক আগে আবার বোলিংয়ে আনেন নাহিদ রানাকে। এই স্পেলের দ্বিতীয় ওভারে ব্যাক অফ লেংথের বলে জাকের আলীর হাতে ক্যাচ দেন আরভিন। শুরুতে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন নাজমুল। সফলও হন।
নাহিদের লড়াইটা এখনো যদিও শেষ হওয়ার কথা নয়। যিনি ম্যাচের আগে নাহিদের সঙ্গে বোলিং মেশিনের তুলনা দিয়ে খোঁচা দিয়েছেন, সেই উইলিয়ামস এখনো ক্রিজে। ব্যাটিং করছেন ৩৩ রান নিয়ে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল।
০৭ অক্টোবর ২০২৫
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর একটি স্থানীয় হোটেলে বহুল প্রত্যাশিত এ নির্বাচন অনুষ্টিত হবে।
০৬ অক্টোবর ২০২৫
সবকিছু ঠিকঠাক থাকলে ত্রিদেশীয় সিরিজ খেলতে ২৭ মে জর্ডানের বিমান ধরার কথা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। ভুটানে খেলতে যাওয়া ১০ ফুটবলারের জন্য সেই যাত্রায় সঙ্গী হওয়ার পথটা কঠিন হয়ে গেল। যাও তাঁদের দলে ফেরার কিছুটা সম্ভাবনা ছিল, শনিবার ভুটানের লিগ শুরু না হয়ে স্থগিত হওয়ায় সেই সম্ভাবনাটুকুও প্রায় শেষ!
২১ এপ্রিল ২০২৫
নাহির রানার গতিময় বোলিং কোনো সমস্যা নয়, এমন একটা বার্তা সংবাদ সম্মেলনে দেওয়ার চেষ্টায় ছিল জিম্বাবুয়ে। কিন্তু তরুণ এই পেসারের গতিই ভড়কে দিল সফরকারীদের।
২১ এপ্রিল ২০২৫বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর একটি স্থানীয় হোটেলে বহুল প্রত্যাশিত এ নির্বাচন অনুষ্টিত হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে ত্রিদেশীয় সিরিজ খেলতে ২৭ মে জর্ডানের বিমান ধরার কথা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। ভুটানে খেলতে যাওয়া ১০ ফুটবলারের জন্য সেই যাত্রায় সঙ্গী হওয়ার পথটা কঠিন হয়ে গেল। যাও তাঁদের দলে ফেরার কিছুটা সম্ভাবনা ছিল, শনিবার ভুটানের লিগ শুরু না হয়ে স্থগিত হওয়ায় সেই সম্ভাবনাটুকুও প্রায় শেষ!
আকাশ মেঘাচ্ছন্ন। রোদের দেখা নেই। গুমোট পরিবেশ। জ্বলছে ফ্লাডলাইট। মানে পেসাররা যেমনটা চান আর কী! সিলেটের এমন পরিবেশে নাহিদ রানা বুঝিয়ে দিলেন তিনি ‘মেশিনের চেয়ে ভালো’।