
ক্রীড়া প্রতিবেদক

নাহির রানার গতিময় বোলিং কোনো সমস্যা নয়, এমন একটা বার্তা সংবাদ সম্মেলনে দেওয়ার চেষ্টায় ছিল জিম্বাবুয়ে। কিন্তু তরুণ এই পেসারের গতিই ভড়কে দিল সফরকারীদের।
প্রথম দিনের বিবর্ণ ক্রিকেটের পর দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট নিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। এতে সামনে থেকে নেতৃত্ব দিলেন নাহিদ। দুই ওপেনারের পর ভাঙলেন ক্রেইগ আরভাইনের প্রতিরোধ।
লাঞ্চ বিরতির সময় জিম্বাবুয়ের রান ৩৮ ওভারে ১৩৩। ৫৭ বলে ৩৩ রানে খেলছেন শন উইলিয়ামস। ৩ বলে ওয়েসলি মাধেভেরের রান ৪।
বেন কারানকে ফিরিয়ে দিনের শুরুতেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটির প্রতিরোধ ভাঙেন নাহিদ। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ফিফটি করা আরেক ওপেনার ব্রায়ান বেনেটকেও বিদায় করেন তিনি।
তিনে নামা নিক ওয়েলচকে টিকতে দেননি হাসান মাহমুদ।
লাঞ্চের একটু আগে আরভাইনকে বিদায় করে জমে যাওয়া জুটি ভাঙেন নাহিদ। তাকে স্রেফ দুটি বল খেলেন মাধেভেরে। তাতেই স্পষ্ট হয়ে যায় গতিময় পেসারকে সামলাতে কতটা অস্বস্তিময় ছিল তার জন্য।
ব্যাটের কানায় লেগে একটি চার পেয়েছেন মাধেভেরে, যেটা গালিতে ক্যাচও হতে পারত।
দ্রুত রান তোলার চেষ্টা করছেন উইলিয়ামস। অভিজ্ঞ ব্যাটসম্যানকে ভুগিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। কয়েকবার একটুর জন্য ব্যাটের কানা পাননি। দুয়েকটা বল পড়েছে ফিল্ডারের সামনে।
এখন ৫৮ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম সেশনে যে বোলিং করেছেন নাহিদ, খালেদরা তাতে লিডের স্বপ্নও দেখতে পারে স্বাগতিকরা।

নাহির রানার গতিময় বোলিং কোনো সমস্যা নয়, এমন একটা বার্তা সংবাদ সম্মেলনে দেওয়ার চেষ্টায় ছিল জিম্বাবুয়ে। কিন্তু তরুণ এই পেসারের গতিই ভড়কে দিল সফরকারীদের।
প্রথম দিনের বিবর্ণ ক্রিকেটের পর দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট নিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। এতে সামনে থেকে নেতৃত্ব দিলেন নাহিদ। দুই ওপেনারের পর ভাঙলেন ক্রেইগ আরভাইনের প্রতিরোধ।
লাঞ্চ বিরতির সময় জিম্বাবুয়ের রান ৩৮ ওভারে ১৩৩। ৫৭ বলে ৩৩ রানে খেলছেন শন উইলিয়ামস। ৩ বলে ওয়েসলি মাধেভেরের রান ৪।
বেন কারানকে ফিরিয়ে দিনের শুরুতেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটির প্রতিরোধ ভাঙেন নাহিদ। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ফিফটি করা আরেক ওপেনার ব্রায়ান বেনেটকেও বিদায় করেন তিনি।
তিনে নামা নিক ওয়েলচকে টিকতে দেননি হাসান মাহমুদ।
লাঞ্চের একটু আগে আরভাইনকে বিদায় করে জমে যাওয়া জুটি ভাঙেন নাহিদ। তাকে স্রেফ দুটি বল খেলেন মাধেভেরে। তাতেই স্পষ্ট হয়ে যায় গতিময় পেসারকে সামলাতে কতটা অস্বস্তিময় ছিল তার জন্য।
ব্যাটের কানায় লেগে একটি চার পেয়েছেন মাধেভেরে, যেটা গালিতে ক্যাচও হতে পারত।
দ্রুত রান তোলার চেষ্টা করছেন উইলিয়ামস। অভিজ্ঞ ব্যাটসম্যানকে ভুগিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। কয়েকবার একটুর জন্য ব্যাটের কানা পাননি। দুয়েকটা বল পড়েছে ফিল্ডারের সামনে।
এখন ৫৮ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম সেশনে যে বোলিং করেছেন নাহিদ, খালেদরা তাতে লিডের স্বপ্নও দেখতে পারে স্বাগতিকরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল।
০৭ অক্টোবর ২০২৫
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর একটি স্থানীয় হোটেলে বহুল প্রত্যাশিত এ নির্বাচন অনুষ্টিত হবে।
০৬ অক্টোবর ২০২৫
সবকিছু ঠিকঠাক থাকলে ত্রিদেশীয় সিরিজ খেলতে ২৭ মে জর্ডানের বিমান ধরার কথা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। ভুটানে খেলতে যাওয়া ১০ ফুটবলারের জন্য সেই যাত্রায় সঙ্গী হওয়ার পথটা কঠিন হয়ে গেল। যাও তাঁদের দলে ফেরার কিছুটা সম্ভাবনা ছিল, শনিবার ভুটানের লিগ শুরু না হয়ে স্থগিত হওয়ায় সেই সম্ভাবনাটুকুও প্রায় শেষ!
২১ এপ্রিল ২০২৫
আকাশ মেঘাচ্ছন্ন। রোদের দেখা নেই। গুমোট পরিবেশ। জ্বলছে ফ্লাডলাইট। মানে পেসাররা যেমনটা চান আর কী! সিলেটের এমন পরিবেশে নাহিদ রানা বুঝিয়ে দিলেন তিনি ‘মেশিনের চেয়ে ভালো’।
২১ এপ্রিল ২০২৫বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর একটি স্থানীয় হোটেলে বহুল প্রত্যাশিত এ নির্বাচন অনুষ্টিত হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে ত্রিদেশীয় সিরিজ খেলতে ২৭ মে জর্ডানের বিমান ধরার কথা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। ভুটানে খেলতে যাওয়া ১০ ফুটবলারের জন্য সেই যাত্রায় সঙ্গী হওয়ার পথটা কঠিন হয়ে গেল। যাও তাঁদের দলে ফেরার কিছুটা সম্ভাবনা ছিল, শনিবার ভুটানের লিগ শুরু না হয়ে স্থগিত হওয়ায় সেই সম্ভাবনাটুকুও প্রায় শেষ!
আকাশ মেঘাচ্ছন্ন। রোদের দেখা নেই। গুমোট পরিবেশ। জ্বলছে ফ্লাডলাইট। মানে পেসাররা যেমনটা চান আর কী! সিলেটের এমন পরিবেশে নাহিদ রানা বুঝিয়ে দিলেন তিনি ‘মেশিনের চেয়ে ভালো’।