
ক্রীড়া প্রতিবেদক

তবে এই যুদ্ধজয়ে রোনালদো খুশি হলেও সম্ভবত খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। সেখানেও অন্য রকম এক যুদ্ধজয়ের সুযোগ না পাওয়াটা কারণ। ম্যাচে ৪ মিনিটে গোল করা রোনালদোকে ৬০ মিনিটে তুলে নেন আল নাসরের ইতালিয়ান কোচ স্তেফান পিওলি। সিদ্ধান্তটি রোনালদো মেনে নিতে পারেননি। কারণটা সহজেই অনুমেয়, ৯০ মিনিটের এ ‘যুদ্ধে’ পুরো সময় মাঠে থেকে আরও গোল পেতে চেয়েছিলেন। নিজের সঙ্গে তাঁর যে চলমান যুদ্ধের কথা বলা হয়েছিল, এটা তারই অংশ। কে জানে, আরও বেশি সময় মাঠে থাকলে হয়তো আরও গোল পেতেও পারতেন! তখন সহস্র গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরেকটু এগিয়ে যেতে পারতেন। যদিও খুব একটা পিছিয়েও নেই। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯২৮ গোল হয়ে গেছে রোনালদোর। ১০০০ গোলের জগতে পা রাখতে চাই আর ৭২ গোল। দুটি ঘটনার একটিও রোনালদোর ক্যারিয়ারে তেমন তাৎপর্যপূর্ণ নয়। জাতীয় দলে তো রোনালদো নিয়মিতই খেলছেন, পালন করছেন অধিনায়কের দায়িত্বও। আর গোল? সেটাও এ বয়সেও রোনালদোর কাছে মুড়ি–মুড়কির মতো। আল নাসরের সর্বশেষ তিন ম্যাচেই গোল করলেন। রোনালদো আসলে এসবে সন্তুষ্ট হওয়ার মানুষ নন। জানেন, নিজেকে প্রতিনিয়ত ছাপিয়ে যেতে যা করার মাঠেই করতে হবে, আর তাই মাঠে যত বেশি সম্ভব থাকতে চান। এটাও তাঁর জন্য একরকম যুদ্ধই। যেমন ধরুন, কাল রাতে আল খুলুদের বিপক্ষে আল নাসরের ৩-১ গোলে জয়ের ম্যাচটি। যে ম্যাচ জিতে আল নাসরকে প্রো লিগ পয়েন্ট টেবিলের তিনে তুলে এক্সে রোনালদোর পোস্ট, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই।’

তবে এই যুদ্ধজয়ে রোনালদো খুশি হলেও সম্ভবত খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। সেখানেও অন্য রকম এক যুদ্ধজয়ের সুযোগ না পাওয়াটা কারণ। ম্যাচে ৪ মিনিটে গোল করা রোনালদোকে ৬০ মিনিটে তুলে নেন আল নাসরের ইতালিয়ান কোচ স্তেফান পিওলি। সিদ্ধান্তটি রোনালদো মেনে নিতে পারেননি। কারণটা সহজেই অনুমেয়, ৯০ মিনিটের এ ‘যুদ্ধে’ পুরো সময় মাঠে থেকে আরও গোল পেতে চেয়েছিলেন। নিজের সঙ্গে তাঁর যে চলমান যুদ্ধের কথা বলা হয়েছিল, এটা তারই অংশ। কে জানে, আরও বেশি সময় মাঠে থাকলে হয়তো আরও গোল পেতেও পারতেন! তখন সহস্র গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরেকটু এগিয়ে যেতে পারতেন। যদিও খুব একটা পিছিয়েও নেই। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯২৮ গোল হয়ে গেছে রোনালদোর। ১০০০ গোলের জগতে পা রাখতে চাই আর ৭২ গোল। দুটি ঘটনার একটিও রোনালদোর ক্যারিয়ারে তেমন তাৎপর্যপূর্ণ নয়। জাতীয় দলে তো রোনালদো নিয়মিতই খেলছেন, পালন করছেন অধিনায়কের দায়িত্বও। আর গোল? সেটাও এ বয়সেও রোনালদোর কাছে মুড়ি–মুড়কির মতো। আল নাসরের সর্বশেষ তিন ম্যাচেই গোল করলেন। রোনালদো আসলে এসবে সন্তুষ্ট হওয়ার মানুষ নন। জানেন, নিজেকে প্রতিনিয়ত ছাপিয়ে যেতে যা করার মাঠেই করতে হবে, আর তাই মাঠে যত বেশি সম্ভব থাকতে চান। এটাও তাঁর জন্য একরকম যুদ্ধই। যেমন ধরুন, কাল রাতে আল খুলুদের বিপক্ষে আল নাসরের ৩-১ গোলে জয়ের ম্যাচটি। যে ম্যাচ জিতে আল নাসরকে প্রো লিগ পয়েন্ট টেবিলের তিনে তুলে এক্সে রোনালদোর পোস্ট, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল।
০৭ অক্টোবর ২০২৫
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর একটি স্থানীয় হোটেলে বহুল প্রত্যাশিত এ নির্বাচন অনুষ্টিত হবে।
০৬ অক্টোবর ২০২৫
সবকিছু ঠিকঠাক থাকলে ত্রিদেশীয় সিরিজ খেলতে ২৭ মে জর্ডানের বিমান ধরার কথা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। ভুটানে খেলতে যাওয়া ১০ ফুটবলারের জন্য সেই যাত্রায় সঙ্গী হওয়ার পথটা কঠিন হয়ে গেল। যাও তাঁদের দলে ফেরার কিছুটা সম্ভাবনা ছিল, শনিবার ভুটানের লিগ শুরু না হয়ে স্থগিত হওয়ায় সেই সম্ভাবনাটুকুও প্রায় শেষ!
২১ এপ্রিল ২০২৫
আকাশ মেঘাচ্ছন্ন। রোদের দেখা নেই। গুমোট পরিবেশ। জ্বলছে ফ্লাডলাইট। মানে পেসাররা যেমনটা চান আর কী! সিলেটের এমন পরিবেশে নাহিদ রানা বুঝিয়ে দিলেন তিনি ‘মেশিনের চেয়ে ভালো’।
২১ এপ্রিল ২০২৫বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর একটি স্থানীয় হোটেলে বহুল প্রত্যাশিত এ নির্বাচন অনুষ্টিত হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে ত্রিদেশীয় সিরিজ খেলতে ২৭ মে জর্ডানের বিমান ধরার কথা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। ভুটানে খেলতে যাওয়া ১০ ফুটবলারের জন্য সেই যাত্রায় সঙ্গী হওয়ার পথটা কঠিন হয়ে গেল। যাও তাঁদের দলে ফেরার কিছুটা সম্ভাবনা ছিল, শনিবার ভুটানের লিগ শুরু না হয়ে স্থগিত হওয়ায় সেই সম্ভাবনাটুকুও প্রায় শেষ!
আকাশ মেঘাচ্ছন্ন। রোদের দেখা নেই। গুমোট পরিবেশ। জ্বলছে ফ্লাডলাইট। মানে পেসাররা যেমনটা চান আর কী! সিলেটের এমন পরিবেশে নাহিদ রানা বুঝিয়ে দিলেন তিনি ‘মেশিনের চেয়ে ভালো’।