
খুলনা প্রতিবেদক

সুন্দরবনের কচিখালী সমুদ্র সৈকতে ঢেউয়ে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান চালানো হয়েছে। কচিখালী টহল ফাঁড়ির উদ্যোগে গতকাল শুক্রবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
পূর্ব সুন্দরবন বাগেরহাট বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, তারা প্রতিমাসে একবার এ কার্যক্রম পরিচালনা অভ্যাহত রাখবেন।
রেজাউল করিম বলেন, প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কচিখালী সমুদ্র সৈকতে দেশী বিদেশী প্রচুর পর্যটক ভীড় করে। এসময় পর্যটকরা তাদের সঙ্গে আনা কোমল পানীয় পান করে প্লাস্টিকের বোতলগুলো সমুদ্রে ছুড়ে ফেলে। এছাড়াও বিস্কুট, চিপস ইত্যাদি প্যাকেটও সমুদ্রে ফেলে দেয়।
এসব প্লাস্টিক পণ্য সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। তাই পূর্ব সুন্দরবন বাগেরহাটের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সুন্দরবনের কচিখালী সমুদ্র সৈকতে ঢেউয়ে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান চালানো হয়েছে। কচিখালী টহল ফাঁড়ির উদ্যোগে গতকাল শুক্রবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
পূর্ব সুন্দরবন বাগেরহাট বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, তারা প্রতিমাসে একবার এ কার্যক্রম পরিচালনা অভ্যাহত রাখবেন।
রেজাউল করিম বলেন, প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কচিখালী সমুদ্র সৈকতে দেশী বিদেশী প্রচুর পর্যটক ভীড় করে। এসময় পর্যটকরা তাদের সঙ্গে আনা কোমল পানীয় পান করে প্লাস্টিকের বোতলগুলো সমুদ্রে ছুড়ে ফেলে। এছাড়াও বিস্কুট, চিপস ইত্যাদি প্যাকেটও সমুদ্রে ফেলে দেয়।
এসব প্লাস্টিক পণ্য সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। তাই পূর্ব সুন্দরবন বাগেরহাটের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে মাগুরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
১৫ অক্টোবর ২০২৫
ভবিষ্যতে বাংলাদেশে বজ্রপাতের ঘনত্ব এবং তীব্রতা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক বিশেষজ্ঞ।
০৭ অক্টোবর ২০২৫শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে মাগুরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
ভবিষ্যতে বাংলাদেশে বজ্রপাতের ঘনত্ব এবং তীব্রতা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক বিশেষজ্ঞ।
সুন্দরবনের কচিখালী সমুদ্র সৈকতে ঢেউয়ে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান চালানো হয়েছে। কচিখালী টহল ফাঁড়ির উদ্যোগে গতকাল শুক্রবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।